জাতীয়সিলেট

সিলেটে মধ্যরাতে ঝাড়ু হাতে রাস্তায় তামিম ইকবাল

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল।

নগরের সিটি পয়েন্ট থেকে কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীর পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে তাকে অংশ নিতে দেখা গেছে। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে তাঁর পাশাপাশি ঝাড়ু হাতে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীও।

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১১টায় সিসিক আয়োজিত নগরী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তামিম।

এ সময় তামিম ইকবাল বলেন, আগেও অনেকবার সিলেটে এসেছি। তবে এবার সিলেটকে বেশি পরিষ্কার লাগছে। বিশেষ করে ফুটপাত এবং রাজপথে হকারদের ঝামেলা নেই।

এ সময় সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্যও আহ্বান জানান এই ক্রিকেটার।

তামিম ইকবালকে এত কাছে পেয়ে তাঁর ভক্তরাও ভিড় জমান।

পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান বর্জ্য কর্মকর্তা কর্নেল (অব.) একলিন আবেদিন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Back to top button