বিনোদনসাহিত্য ও বিনোদন
ঢাকা এরিনায় অঞ্জন দত্তের কনসার্ট
আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় মঞ্চ মাতাবেন বাংলা সংগীতের এক অন্যতম জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত।
শনিবার (১১ মে) সন্ধ্যায় ঢাকায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামের একটি কনসার্টে গাইবেন তিনি।
রাজধানীর ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় কনাসার্টটি অনুষ্ঠিত হবে। এতে অঞ্জন ছাড়াও গাইবেন ব্যান্ড কাকতাল এবং আহমেদ হাসান সানি। যৌথভাবে এই কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেন, জির্কুনিয়ামি এবং আর্কলাইট ইভেন্টস। এরইমধ্যে সব প্রস্তৃতিও সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, সবশেষ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে এসেছিলেন অঞ্জন দত্ত।