বশির আলমামুন, চট্টগ্রাম:
চট্টগ্রামের বোয়ালখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নীলিমা সেন নিলু (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম ছিপাতল এলাকার মৃত চন্দন সেনের স্ত্রী।
রোববার (৫ মে) সকাল ৮টার দিকে একতলা ভবনের ছাদে ফুল তুলতে গিয়ে নীলিমা সেন নিচে পড়ে গুরুতর আহত হন বলে জানা গেছে।
সাবেক ইউপি সদস্য রমা বৈদ্য জানান, নীলিমা সেনের ছেলে পরিবার নিয়ে দুইদিন আগে রাঙামাটির শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
বাড়িতে তিনি একা ছিলেন। সকালে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন নীলিমা।
সম্ভবত তিনি ফুল তুলতে ছাদে উঠেছিলেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
স্থানীয় ইউপি সদস্য যিশু দে বলেন, চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।