চট্রগ্রামজেলার খবর

চকরিয়া উপজেলা নির্বাচনে ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

উপজেলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘণ করে প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থী (জাফর আলম)র পক্ষে প্রচারণায় নেমেছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের (CHCP) কর্মচারী শামসুল আলম।

সেই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ।

উপজেলা পরিষদ (নির্বাচন আচারণ) বিধিমালা-২০১৬ মোতাবেক সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রম করতে পারবেন না।

সরকারি কোন কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী এলাকায় ভোটার হলে ঐ কর্মকর্তা-কর্মচারী শুধু ভোট প্রদান করতে পারবেন। কিন্তু এসব বিধিমালা তোয়াক্কা না করে প্রচারণায় অংশ নিয়েছে। তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আওতাধীন কোনাখালী ইউনিয়নের CHCP পদে কর্মরত আছেন।

এই বিষয়ে চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন দত্ত নিউজ নাউ বাংলাকে বলেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সুযোগ নাই। কেউ যদি তা করে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা(ইউএনও) ফখরুল ইসলাম বলেন, কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button