আন্তর্জাতিক

ইউরোপের মৃত্যু হতে পারে: ম্যাক্রোঁ

যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় থাকলে যেকোনো সময় ইউরোপের মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সম্পর্কে এমন সতর্কবার্তা দেন দেশটির প্রেসিডেন্ট।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘এই মহাদেশকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হওয়া চলবে না। ইউরোপের মৃত্যু ঘটার ঝুঁকি আছে। এই ঝুঁকি মোকাবিলা করার প্রস্তুতি ইউরোপের নেই।’
এসময় তিনি সতর্ক করে বলেন, সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য চাপ ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল এবং ভেঙ্গে দিতে পারে।
সাইবার নিরাপত্তা ক্ষমতা বৃদ্ধি, ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের সঙ্গে নিবিড় প্রতিরক্ষা সম্পর্ক এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় একাডেমি তৈরির আহ্বান জানিয়ে ম্যাক্রোঁ বলেন, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সফল হতে দেওয়া যাবে না।
সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে ইউরোপিয়ানদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে মন্তব্য করেন ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘আমাদের আরও সামরিক সরঞ্জাম উৎপাদন করতে হবে। দ্রুত গতিতে উৎপাদন করতে হবে এবং আমাদের ইউরোপিয়ান হিসেবে এটি উৎপাদন করতে হবে।’
ম্যাক্রোঁ বলেন, ‘ইউরোপকে দেখাতে হবে তারা কখনোই যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ নয় এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটি ইউরোপও জানে।’
এদিকে ম্যাক্রোঁর বক্তব্যে ইতিবাচক সাড়া দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। এক পোস্টে তিনি বলেন, ‘ফ্রান্স এবং জার্মানি চায় ইউরোপ শক্তিশালী হোক।’

Related Articles

Leave a Reply

Back to top button