জেলার খবর

কক্সবাজার ঈদগাঁও এর ৫ ইউপি নির্বাচনে মাঠে থাকবে ৯ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি: আগামী রোববার ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অপরাধের বিচার করতে ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। 

৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ হলেন-ইসলামপুর ইউনিয়নে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, ইসলামাবাদ ইউনিয়নে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন, জালালাবাদ ইউনিয়নে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, ঈদগাঁও সদর ইউনিয়নে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এবং পোকখালী ইউনিয়নে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ। 

কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভা:) মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী নিউজনাউ বাংলাকে জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের অভিপ্রায় অনুযায়ী বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেওয়ার পর তাঁদেরকে নির্বাচন কমিশন ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিয়োগ প্রদান করেন। কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন গত ২৩ এপ্রিল ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে এক আদেশে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ২৬ এপ্রিল হতে নিয়মিত দায়িত্ব থেকে অবমুক্ত করেন। 

প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাগণ নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ২৮ এপ্রিল এবং নির্বাচনের ২ দিন পর অর্থাৎ আগামী ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট ৫ দিন নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নে দায়িত্ব পালন করবেন। বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ২০১০ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালার ৮৬ তে উল্লেখিত ৭২, ৭৪, ৭৫, ৭৬, বিধি ৭৭ এর উপ বিধি (১) এবং বিধি ৭৮ এর অধীন নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রত্যেককে একজন করে সহযোগী স্টাফ, পুলিশ সদস্য, যানবাহন সহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় সকল সুবিধা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button