অর্থ বাণিজ্য

আইএমএফের প্রতিনিধি দল ঢাকায়, বসবে বিভিন্ন সংস্থার সঙ্গে

ঋণের তৃতীয় কিস্তি নিয়ে আলোচনা করতে ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের দল। আজ বুধবার (২৪ এপ্রিল) থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শুরু করবে প্রতিনিধি দলটি।

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) ১০ সদস্যের আইএমএফের প্রতিদিধি দলটি ঢাকায় পৌঁছেছে।

প্রতি বছর বাজেটের আগে আইএমএফের একটি দল এ সময় ঢাকায় আসে।

জানা গেছে, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জ্বালানি ভর্তুকি, সরকারি ঋণ, আসন্ন বাজেট ও রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর কর্মক্ষমতা নিয়ে আলোচনা করবে সফররত দলটি।

এছাড়া, ব্যাংকিং খাতে বেশকিছু সংস্কার প্রস্তাব ও ব্যাংক কোম্পানি আইন বাস্তবায়নসহ অগ্রগতি নিয়ে আলোচনা করবে সংস্থাটি। আগামী ৮ মে পর্যন্ত ঢাকায় থাকবে প্রতিনিধি দল।

গত বছরের জানুয়ারিতে আইএমএফ চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ অনুমোদনের পর থেকে ঋণদাতা সংস্থাটি এখন পর্যন্ত দুই কিস্তিতে এক দশমিক ১৬ বিলিয়ন ডলার দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button