আইএমএফের প্রতিনিধি দল ঢাকায়, বসবে বিভিন্ন সংস্থার সঙ্গে
ঋণের তৃতীয় কিস্তি নিয়ে আলোচনা করতে ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের দল। আজ বুধবার (২৪ এপ্রিল) থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শুরু করবে প্রতিনিধি দলটি।
গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) ১০ সদস্যের আইএমএফের প্রতিদিধি দলটি ঢাকায় পৌঁছেছে।
প্রতি বছর বাজেটের আগে আইএমএফের একটি দল এ সময় ঢাকায় আসে।
জানা গেছে, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জ্বালানি ভর্তুকি, সরকারি ঋণ, আসন্ন বাজেট ও রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর কর্মক্ষমতা নিয়ে আলোচনা করবে সফররত দলটি।
এছাড়া, ব্যাংকিং খাতে বেশকিছু সংস্কার প্রস্তাব ও ব্যাংক কোম্পানি আইন বাস্তবায়নসহ অগ্রগতি নিয়ে আলোচনা করবে সংস্থাটি। আগামী ৮ মে পর্যন্ত ঢাকায় থাকবে প্রতিনিধি দল।
গত বছরের জানুয়ারিতে আইএমএফ চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ অনুমোদনের পর থেকে ঋণদাতা সংস্থাটি এখন পর্যন্ত দুই কিস্তিতে এক দশমিক ১৬ বিলিয়ন ডলার দিয়েছে।