জাতীয়লিড স্টোরি

‘মুজিব ব্যাটারি’ কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট ‘মুজিব ব্যাটারি’র অবদান স্মরণীয় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহরের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে এ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে’ স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

১৯৭১ সালের ২২ জুলাই গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারি প্রথম ফিল্ড ব্যাটারি। যা পরিচিতি পায় ‘মুজিব ব্যাটারি’ নামে।

দুপুর তিনটার পর প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button