জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ পথপ্রদর্শক: পরিবেশমন্ত্রী
বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম প্রধান শিকারই নয়, একইসঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় বিশ্বের সামনে পথ প্রদর্শকও। জলবায়ু সংকট মোকাবেলার বিষয়টিকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বৈদেশিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে ‘বাংলাদেশে ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি)’ শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনারে এ সব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সচেতন রয়েছে। এরইমধ্যে এ ব্যাপারে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এর অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে মুজিব ক্লাইমমেট প্রসপারিটি প্ল্যান ও বাংলাদেশ ডেল্টা প্ল্যান। পাশাপাশি চলতি বছরের বাজেটে বাংলাদেশ সরকার জলবায়ু খাতে ৩৪০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে। এই অর্থ ব্যয় করা হচ্ছে সরকারের ২৫টি মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে।