চট্রগ্রামজেলার খবর

খাগড়াছড়ি চেঙ্গী নদীতে ফুল দিয়ে “বৈসাবি” আনুষ্ঠানিকতা শুরু

বিপ্লব তালুকদার; খাগড়াছড়ি:

ভোরের আলো ফুটে ওঠার পরপরই খাগড়াছড়ির চেঙ্গী, ফেনী ও মাইনী নদীতে ফুল উৎসর্গ করার মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’।

শুক্রবার (১২ এপ্রিল থেকে) নদীতে ফুল উৎসর্গ করার মধ্য দিয়েই তিন দিনের বর্ষবরণ উৎসব “বৈসাবি”র আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

 

ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাই আর চাকমাদের বিজু নামে এ উৎসব পালন করে তিন সম্প্রদায়ের উৎসবের অদ্যাক্ষর নিয়ে এ উৎসবের নাম বৈসাবি।

সমতল থেকে ভিন্ন আঙ্গিকে পাহাড়ে বর্ষবরণ উৎসব পালন করা হয়। মুলত: চৈত্রের শেষ দু’দিন আর বৈশাখের প্রথমদিন নিয়ে পাহাড়ীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি পালন করে আসছে সে অনাদিকাল থেকে নানা আনুষ্ঠানিকতায় আনন্দ-উল্লাস আর উৎসব মুখর পরিবেশে।

শুক্রবার ভোরে চাকমা ও ত্রিপুরা সম্প্রদায় খবংপুড়য়িা এলাকা চেঙ্গী নদীতে ফুল দিয়ে পুজার মধ্যে দিয়ে উৎসবের মুল আনুষ্ঠানিকতার সুচনা হয়। খুব ভোরে পুর্ব আকাশে সুর্য্যে রক্তিম আভা ছড়িয়ে পড়ার আগেই চাকমা ও ত্রিপুরা সম্প্রদায় শিশু কিশোর, তরুণ- তরুণীরা নদীতে ফুল দিয়ে বছরের দু:খ কষ্ট ক্লেস গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।

খাগড়াছড়ি জেলা শহরের খবংপুড়য়িা এলাকার চেঙ্গী নদীতে ফুল দিয়ে তারা প্রার্থনা করে। বেলার বাড়ার সাথে সাথে চেঙ্গী নদীর তীরে মানুষের ঢল নামে। ছোট্ট ছোট্ট শিশুরা এ সময় নদীতে হল্লা করে একে অপরকে ভিজিয়ে দিয়ে আনন্দ উল্লাস করে।

Related Articles

Leave a Reply

Back to top button