খেলা

বিশ্বকাপে খেলতে ভিসার আবেদন করলেন ২৩ ক্রিকেটার

মাত্র দুই মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরের জন্য ইতোমধ্যে তোড়জোড় চালানো শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশও পিছিয়ে নেই। বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়রা এখন ব্যস্ত ভিসা সংগ্রহের কাজে। বিশ্বকাপের মূল দলে ১৫ জন রাখার নিয়ম থাকলেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন ২৩ জন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভিসা কার্যক্রম সারতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান ক্রিকেটাররা। এদিন ঢাকা প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ না থাকায় একসঙ্গেই যেতে পেরেছেন সবাই। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের বাইরে দূতাবাসে গেছেন আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, জাকির হাসান। ভিসার কাজ সারতে আইপিএল থেকে ফেরা মুস্তাফিজুর রহমানও ছিলেন দলের সঙ্গেই। 

আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আছে সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসানের। তাই এই ৫ জন এদিন ছিলেন না দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে। সব মিলিয়ে মোট ২৮ জন ক্রিকেটারের ভিসা প্রস্তুত রাখা হচ্ছে বিশ্ব আসরের আগে।

২৮ সদস্যের এই দলটা অনেকটা বিশ্বকাপের প্রাথমিক দলের মতোই। এখান থেকেই নির্বাচন করা হবে চূড়ান্ত ১৫ ক্রিকেটার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ প্রসঙ্গে বলেন, ‘ভিসা তো ২৭-৩০ জনের মতো করে রাখা হচ্ছে। এখান থেকে চূড়ান্ত ১৫ জানতে পারবেন পরে। ঈদের পর নির্বাচক, কিছু খেলোয়াড়, ক্রিকেট অপারেশনস, আমরা সবাই বসব। আমরা রিভিউ করব।’  

Related Articles

Leave a Reply

Back to top button