জেলার খবর

শাহজাদপুরে একসাথে ৪ কন্যার জন্ম দিলেন গৃহবধূ সোনিয়া

সিরাজগঞ্জ প্রতিনিধি:

একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের গৃহবধূ সোনিয়া পারভিন।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে, শাহজাদপুরের বেসরকারি ক্লিনিক ইসলামিয়া হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ৪ কন্যার জন্ম দেন সোনিয়া পারভীন।

চার নবজাতকের নাম রাখা হয়েছে-লাম, মীম, নূন ও জীম। তাদের মা সোনিয়া পারভীন শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা ভ্যান চালক সবুজের স্ত্রী।’

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মা ও নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা.এম আর তালুকদার মুজিব জানিয়েছেন, চারটি বাচ্চার মধ্যে একটির ওজন একেবারেই কম নিয়ে জন্ম নিয়েছে। সেই বাচ্চাসহ সব শিশুকেই অবজারবেশনে রাখা হয়েছে।

এদিকে, সোনিয়া পারভীন ও সবুজের ঘরে ১১ মাসের আরও একটি কন্যা সন্তান। এরপরও তাদের ঘর আলো করে চার সন্তান জন্ম নেওয়াতে খুশি সবুজ-সোনিয়া দম্পতির পরিবার ও স্বজনেরা সবাই।

Related Articles

Leave a Reply

Back to top button