বিনোদনসাহিত্য ও বিনোদন

শুটিংয়ে গুরুতর আহত কোয়েল মল্লিক

‘মিতিন মাসি’ সিরিজের শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

হাতে বড় ধরনের আঘাত পাওয়াতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, রোবাবার (৩১ মার্চ) নেপালগঞ্জে ‘মিতিন মাসি’ সিরিজের নতুন সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হন কোয়েল মল্লিক। হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করে দেন।

অন্য একটি ভারতীয় গণমাধ্যমে পরিচালক অরিন্দম শীল জানান, ঘটনা ঘটার পর এতটাই ব্যথা ছিল যে, কোয়েল হাত নাড়াতে পারছিল না। তখনই সন্দেহ হয়েছিল কোয়েলের হাত ভেঙেছে। এক্সরে রিপোর্ট আসার পর দেখা গেলো, প্রাথমিক সন্দেহ সঠিক। হাতের হাড় ভেঙে গেছে কোয়েল মল্লিকের।

আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কোয়েল মল্লিক।

২০১৯ সালে মুক্তি পায় ‘মিতিন মাসি’। এটি পরিচালনা করছেন অরিন্দম শীল। প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। গত বছর মুক্তি পায় এ সিরিজের দ্বিতীয় পার্ট ‘জঙ্গলে মিতিন মাসি’। এবার নির্মিত হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’।

সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন এই সিরিজ।

মিতিন মাসি চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, অনসূয়া মজুমদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button