জেলার খবর
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তা পারাপার হতে গিয়ে ফরিদুল নামে একজন নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর সারে ১২ টার দিকে ঢাকা-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল পুরাতন মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় অনেকে জানান, রাস্তা দিয়ে যেতে হাটিকুমরুল রোডের পুরাতন মাছের আড়তের সামনে রাস্তার উপর একজনের মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়, ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি সনাক্ত করে।
নিতহ ফরিদুল সরকার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত নুরাল সরকারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’