জাতীয়

বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৩ সেনা সদস্য

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে এবার মিয়ানমারের সেনাবাহিনীর ৩ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছে। এরা বিজিবির হেফাজতে রয়েছে।

আজ শনিবার (৩০ মার্চ) ভোরে উপজেলার ঘুমধুম ইউপির ২ নম্বর ওয়ার্ড তুমব্রু সীমান্ত দিয়ে প্রবেশের পর তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয় তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন, বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন।

স্থানীয়রা জানান, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান ক্ষমতা দখলের যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবার মিয়ানমার সেনাবাহিনীর তাতমাদোর ৩ সেনা সদস্য। তাদের নিরস্ত্রীকরণ করে তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেয়া হয়েছে।

এর আগে, গত ১১ মার্চ তিন দফায় নাইক্ষ্যংছড়ি উপজেলা জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তবাহিনীর তিনজন কর্মকর্তাসহ ১৭৭ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তাদের নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন সদরের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেয়া হয়েছিল।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ জানান, আজ মিয়ানমারের ৩ সেনা সদস্য আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্রীকরণ করে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button