আদালত
বিচার কাজে গতি, সম্মাননা দেয়া হলো বিচারকদের
ফারজানা আফরিন:
২০২৩ সালে মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা পালন করায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পারফরম্যান্সের ভিত্তিতে বিচারকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সিএমএম আদালতের সভাকক্ষে সোমবার (২৫ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বিচারকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
২০২৩ সালের ফেব্রুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত সেরা নিষ্পত্তিকারী এবং সবচেয়ে বেশি সাক্ষ্যগ্রহণকারী বিচারকদের এ সম্মাননা প্রদান করা হয়। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন সর্বোচ্চ ১৪টি ক্রেস্ট পেয়ে প্রথম ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ৮টি ক্রেস্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
এছাড়াও মাসভিত্তিক পারফরম্যান্সের ভিত্তিতে আরও ১২ জন বিচারককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।