গণমাধ্যমচট্রগ্রামজেলার খবর

চকোরিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

সাদ্দাম হোসাইন। কক্সবাজার প্রতিনিধি:

পেশাজীবী ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে চকোরিয়া প্রেসক্লাব।

আজ বুধবার বিকেলে, চকরিয়া নতুন বাসটার্মিনালস্থ অভিজাত রেস্টুরেন্ট ফুড টার্মিনালে প্রেসক্লাবের সভাপতি জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার- ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

আর বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকোরিয়া উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকোরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকোরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ, চকোরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকোরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক চকোরী সম্পাদক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকোরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি চেয়ারম্যান আজিমুল হক আজিম, বিউবো আবাসিক প্রকৌশলী মোঃ নুরুন্নবী, ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেরাজ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোর্শেদ, ট্রাফিক ইন্সপেক্টর নাসির উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, চকোরিয়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু, প্রবীণ সাংবাদিক এসএম সিরাজুল হক, নিউজ নাউ বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি সাদ্দাম হোসাইন, দৈনিক প্রথম আলোর কক্সবাজার প্রতিনিধি এস এম হানিফ, পৌর কাউন্সিলর মুজিবুল হক ও ইফতেখারুল ইসলাম হানিফ, আওয়ামী লীগ নেতা এসএম আলমগীর হোছাইন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি, এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, সাংবাদিকেরা হলেন জাতির বিবেক, আর গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যখনই সমাজ রাষ্ট্র সবক্ষেত্রে অনিয়ম অসঙ্গতি ও নির্যাতন নিপীড়ন ও জোর জবরদস্তি বেড়ে যায়, তখনই গণমাধ্যম একমাত্র নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে সৎ সাংবাদিকতা জাতিকে আলোর পথ দেখাতে পারে। শোষণ বঞ্চনা থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে পারে।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুক।

এছাড়া ইফতার মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button