ফিচার

ট্রায়াল না থাকায় ভয়ে করোনা টিকা নেয়নি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের একাংশ

‘‘আমাদের হিজড়াদের জন্য কোনো টিকা তো আবিস্কার হয়নাই আপা। এজন্য আমি ভয়ে এখনো টিকা দেইনাই। আমার যদি বড় কোনো অসুখ হয়! যদি আমি মইরা যাই!’’ কথাগুলি বলছিলো তৃতীয় লিঙ্গের একজন মৌসুমি। তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে আমাদের দেশে পরিচিত হলেও হিজড়া বলে নিজেদের সম্বোধন করতেই সাচ্ছন্দ্য বোধ করেন তারা। দেশে হিজড়া জনগোষ্ঠীদের একাংশ এখনো কভিড ভ্যাকসিন থেকে বঞ্চিত। তাঁর একটি প্রধান কারন, তাঁরা ভয়ে নিজেরাই ভ্যাকসিন নেননি। করোনা ভ্যাকসিন থেকে বঞ্চিত কিছু তৃতীয় লিঙ্গদের কথা নিয়ে ফারহানা নীলার ধারাবাহিক প্রতিবেদনের, আজ থাকছে দ্বিতীয় পর্ব।

ট্রায়াল না থাকায় ভয়ে করোনা টিকা নেয়নি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের একাংশ
মৌসুমি, ছবি : নাজনীন লাকী

‘‘আমিতো আপা লেখাপড়া জানিনা। আমি শুনছি, করোনা টিকা পুরুষদের ওপরে টেস্ট করা হইছে, মহিলাদের শরীলে টেস্ট করা হইছে। আমাদের হিজড়াদের শরীলে তো টেস্ট করা হয়নাই। তাইলে আমার তো হরমোণ স্বাভাবিক মানুষদের মতো না। এজন্য আমি ভয়ে এখনো টিকা নেইনাই।’’

ভয় কাটানোর জন্য ডাক্তারের পরামর্শ নিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে মৌসুমি বলেন, ‘‘না আপা, ডাক্তারের কাছে গেলে যদি ইঞ্জেকশন দিয়া দেয়, সেই ভয়ে যাইনাই।’’

ট্রায়াল না থাকায় ভয়ে করোনা টিকা নেয়নি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের একাংশ
শামীম, ছবি : নাজনীন লাকী

একই ভয়ের কারনে ভ্যাকসিন নেননি হিজড়া শামীম।

korona trial
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডা: এম এ আজিজ, ছবি: নাজনীন লাকী

এ বিষয়ে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ আজিজ  জানান, ‘‘ভ্যাকসিন নারী বা পুরুষের দেহে ট্রায়াল হয়েছে এ জন্য তৃতীয় লিঙ্গরা সেটি গ্রহণ করতে পারবেননা, এটি সঠিক নয়। এটা তাঁদের ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার। আমাদের দেশের এই তৃতীয় লিঙ্গে জনগোষ্ঠীরা প্রথমে নানা নিয়মতান্ত্রিকতার কারনে বাধা পড়েছিলো, কিন্তু পরবর্তীতে তাঁরাও ভ্যাকসিনের আওতায় এসেছে। আর কিছু যারা বাকি রয়েছে, তাঁদের কাউন্সিলিং-এর মাধ্যমে নিয়ে আসতে হবে। বোঝাতে হবে যে ভ্যাকসিন সারা বিশ্বের সব ধরনের মানুষের জন্যই নিরাপদ ‘’

korona trial
শোভা সরকার. ছবি: নাজনীন লাকী

হিজড়া শোভা বলেন,‘‘আমরা অনেকেই সার্জারির মাধ্যমে আমাদের জেন্ডার পরিবর্তন করি। তখন সার্জারির অনেক অষুধ আমাদের সেবন করতে হয়। অনেক অষুধ ইঞ্জেকশনের মাধ্যমে শরীলে নিতে হয়। সে ক্ষেত্রে ভ্যাকসিন আমাদের জন্য কতটা নিরাপদ হবে, সেটি অনেকের ভয়ের কারণ। আর তাছাড়া আমরা যখন নিতে গেছি, তখন টিক দেয়ার সময়, সেখানকার নার্সরাই বলেছেন যে, তোমাদের জন্য তো টিকা এখনও আবিষ্কার হয় নাই। সে থেকেও অনেক হিজড়ারা ভ্যাকসিন নিতে আগ্রহ হারিয়ে ফেলেছে।’’

covid traial
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ আজিজ, ছবি : নাজনীন লাকী

ড. এম এ আজিজের মতে , ‘‘ভ্যাকসিন সবার জন্যই নিরাপদ। মানুষের শরীলের হরমনে খুব একটা পার্থক্য নেই যে, তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীরা ভ্যাকসিন নিতেই পারবেননা। এটি যদি বিপদজনক হতো, তাহলে সারা বিশ্বে গৃহিত হতো না।’’

covid traial
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো: মশিউর রহমান, ছবি : নাজনীন লাকী

এ বিষয়ে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো: মশিউর রহমান বলেন, ‘‘ তৃতীয় লিঙ্গের মানুষরা বেশিরভাগই লেখাপড়া থেকে বঞ্চিত। তাঁরা যেহেতু শিক্ষিত নয়, এ ধরণের ভ্রান্ত ধারণা তাঁদের মধ্যে আসতেই পারে। কিন্তু আমাদের এবং সরকারের উচিত, এদের কাউন্সিলিং করানো। এরা মোবাইলে অনলাইনের তথ্যও পড়তে জানেনা। তাই তাঁদের ভ্যাকসিনের গুরুত্বগুলি বোঝাতে হবে। এ বিষয়ে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার বেশ কিছু কাজ করেছে, কিন্তু একা আমাদের পক্ষে সব পজেটিভ করে ফেলা সম্ভব নয়। সরকারকেও পাশে দাঁড়াতে হবে।’’

Photo credit
ছবি কৃতজ্ঞতা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি

কিন্তু যারা কাউন্সিলিং করতে যাচ্ছেন বা ভ্যাকসিনের গুরুত্ব বোঝাতে তৃতীয় লিঙ্গদের সরাসরি সহযোগিতা করতে গেছেন, তাঁরাও নানারকম প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। স্বেচ্ছাসেবকরা কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, সেটি জানবো পরের প্রতিবেদনে।

 

ফারহানা হক নীলা

ফারহানা নীলা, নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার। সম্প্রতি তিনি ‘‘ইন্টারনিউজ লেট’স টক ভ্যাকসিন এশিয়া ফেলোশিপ’’ অর্জন করেছে। প্রতিবেদনটি এই ফেলোশিপের প্রজেক্টের আওতায় প্রকাশিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button