খেলা

সন্ধ্যায় ফেসবুক লাইভে আসছেন তামিম

জন্মদিন ও মিরাজের ফোন কলের বিষয়ে কথা বলতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টায় লাইভে আসবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।
তামিম পোস্টে লেখেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল (মঙ্গলবাব) থেকে একটা ফোন কল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।
উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই নানা কারণে আলোচনায় তামিম। বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। দলকে এনে দিয়েছেন শিরোপাও। মঙ্গলবার রাতে ভাইরাল হওয়া এক ফোন কলের পর থেকেই আবারও আলোচনায় তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button