পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে ডিবিএ
টানা দরপতনে বেহাল দশা দেশের পুঁজিবাজারের। ধারাবাহিকভাবে সূচক কমছেই। এতে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা দিন দিন বাজার থেকে আস্থা হারাচ্ছেন। এমন অবস্থায় জরুরি বৈঠকে বসেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও সিইও ফোরাম।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বৈঠক শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিবিএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যম জুমে বৈঠকটি চলছে।
এদিকে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। এদিন বেলা ১০ টা ৩০ পর্যন্ত ডিএসইতে ১৪৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।
লেনদেনের প্রথম ঘন্টাতেই ৪৫ দশমিক ৩৮ পয়েন্ট পতনের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩০ পয়েন্টে।
এরআগে, সপ্তাহের প্রথাম কার্যদিবস সোমবারও ব্যাপকও পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। ওই দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯.৮০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১৩.৫৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে ২ হাজার ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৯৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪.০৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৯২৬ পয়েন্টে, শরীয়াহ সূচক ৭.৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১০১ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ৯০.১৫ পয়েন্ট কমে ১২ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করছে।