আন্তর্জাতিক
বিপুল ভোটের ব্যবধানে পুতিনের বিজয়
টানা তিন দিনের প্রেসিডেন্ট নির্বাচন শেষে পুতিন রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন। সর্বশেষ পাওয়া খবর অনুসারে, ৯৫ শতাংশেরও বেশি ভোটের মধ্যে পুতিন এককভাবে পেয়েছেন ৮৭ শতাংশের বেশি ভোট। বিপুল ভোটের ব্যবধানে পুতিনের এ জয়কে স্পষ্ট ভূমিধস বিজয় বলা যেতে পারে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ খবর অনুসারে, ৯৫ দশমিক ০৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৮৭ দশমিক ৩২ শতাংশ ভোট পেয়ে আবারও ৬ বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। বাকি ৩ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পুতিনের ভোটের যে ব্যবধান তাতে একে পুতিনের স্পষ্ট ভূমিধস বিজয় বলা যেতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া পুতিনের তিন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতোনভ ৪ দশমিক ২৮ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে, নিউ পিপল পার্টির প্রার্থী ভ্লাদিস্লাভ দাভানকভ ৩ দশমিক ৮৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন এবং এলডিপিআরের প্রার্থী লিওনিদ স্লুৎস্কি ৩ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন ক্ষমতার জন্য মরিয়া ও শাসন চিরস্থায়ী করার জন্য সব করছেন। গতকাল রোববার রাতে এক ভিডিও বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে এসব কথা বলেন তিনি।