বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ!
বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। গত ৪ মার্চ স্পেনের এক নারী নিজের ১১৭তম জন্মদিন উৎযাপন করেছেন। তার নাম মারিয়া ব্রানিয়াস মোরেরা।
আজকের শুক্রবারের বিশেষে থাকছে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা বিষয়ে কিছু তথ্য।
জন্মস্থান:
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে তিনি জন্মগ্রহণ করেন ১৯০৭ সালের ৪ মার্চ।
ছোট বেলা:
মারিয়া আট বছর বয়সে পরিবারের সঙ্গে স্পেনে চলে আসেন এবং ক্যাটালোনিয়ায় বসবাস শুরু করেন।
পারিবারিক জীবন:
১৯৩১ সালে স্পেনের ১৯৩৬-৩৯ গৃহযুদ্ধ শুরু হওয়ার পাঁচ বছর আগে তিনি একজন ডাক্তারকে বিয়ে করেছিলেন।
তার স্বামী ৭২ বছর বয়সে মারা না যাওয়া পর্যন্ত এই দম্পতি চার দশক ধরে একসাথে বসবাস করেছিলেন।
তার তিনটি সন্তান রয়েছে, যার মধ্যে একজন ইতোমধ্যেই মারা গেছেন। ১১ জন নাতি-নাতনি এবং তাদের ঘরের ১১ জন সন্তান রয়েছে।
বানিয়াস মোরেরার কনিষ্ঠ কন্যা, ৭৮ বছর বয়সী রোসা মোরেট তার মায়ের দীর্ঘায়ুকে ‘জেনেটিক্স’ এর কারণ বলে জানিয়েছেন।
বর্তমান অবস্থান:
বর্তমানে তিনি একটি আবাসিক নার্সিংহোমে বাস করছেন এখানে প্রায় ২৩ বছর ধরে আছেন তিনি।
মারিয়া তার ১১৭ তম জন্মদিনে সবার অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অসংখ্য মানুষ তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেওয়ায় তিনি খুশি। মারিয়া ভালো আছেন এবং তিনি তার পরিবার ও সহকর্মীদের সঙ্গে বিশেষ এ দিনটি উদ্যাপন করতে পেরে খুবই খুশি।
মারিয়া এখনো তার আবাসস্থল ওই নার্সিংহোমে বেশ সক্রিয় জীবনযাপন করেন। এই বয়সেও তিনি সোস্যাল মিডিয়াতে সরব। তার ৮০ বছর বয়সী মেয়ের সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহার করেন। সেখানেও তিনি শুভেচ্ছাবার্তা জানান তার শুভাকাঙ্খীদের।
আরো যারা ছিলেন এ তালিকায়:
বিশ্বে যাচাই-বাছাই শুরু হওয়ার পর থেকে বর্তমানে মারিয়া হচ্ছেন ১২তম সবচেয়ে বয়সী ব্যক্তি। তিনি যদি আগামী বছর ১১৮তম জন্মদিন উদ্যাপন করতে পারেন, তাহলে এ তালিকায় ৫ নম্বরে উঠে আসবেন।
এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস- বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ হিসেবে মারিয়া ব্রানিয়াস মোরেরাকে স্বীকৃতি দেয়। তার আগে ছিলেন ফরাসি নারী লুসিল র্যানডন; যিনি ১১৮ বছর বয়সে মারা যান। ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে লুসিল হান্দোঁর জন্ম হয়। তিনি সিস্টার আন্দ্রেঁ হিসেবে পরিচিত ছিলেন।
তার আগে ২০২২ সালের এপ্রিলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে হান্দোঁকে জীবিত থাকা সবচেয়ে বেশি বয়সী মানুষের স্বীকৃতি দেয়। ১১৯ বছর বয়সে জাপানের কানে তানাকার মৃত্যুর পর লুসিল হান্দোঁ এ স্বীকৃতি পান।