খেলা

মাঠেই ইফতার করলেন মুশফিক-মাহমুদউল্লাহরা!

রোজা রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ যেহেতু আগে ফিল্ডিং করছিল, তাই ইফতারের সময় হলে খেলার মাঠে বসেই নিজেদের ইফতার সেরে নেন মুশফিক রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা।

লঙ্কানরা তখন ৪৮.২ ওভারে ব্যাট করছিলেন। এ সময় শরিফুল ইসলামের বলে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ হন লঙ্কান ব্যাটার দিলশান মাদুশঙ্কা। এরপরই মুশফিক-মাহমুদউল্লাহকে খেজুর ও পানি এগিয়ে দিয়ে যান সাইডলাইনে থাকা ক্রিকেটাররা। পরে মাঠে বসেই ইফতার করেন রোজাদাররা। জানা গেছে, পেসাররা ছাড়া এদিন বেশিরভাগ ক্রিকেটারই খেলেছেন রোজা রেখে।

বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্রিকেটারদের খেজুর ‍দিয়েছেন টাইগার টিম স্টাফের সদস্যরাও। ইফতার সারতে ফিল্ডিংয়ে যে যেখানে ছিলেন, দৌড়ে এসে এক জায়গায় মিলিত হন।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। ব্যাটিংবান্ধব পিচে টস জিতে ব্যাট নিতে ভুল করেনি লঙ্কানরা। তবে তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের তোপে ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা।

এর আগে সিলেটে টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তারা সিরিজ খোয়ায় ২-১ ব্যবধানে। সেই হতাশা ছাপিয়ে ওয়ানডেতে নতুন শুরুর আশায় নেমেছে নাজমুল হোসেন শান্ত’র দল। এদিন টস জিতে আগে ব্যাটিং নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুটাও তারা দারুণ পেয়েছিল। তবে মাঝপথে তানজিম হাসান সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে আশানুরূপ পুঁজি পায়নি লঙ্কানরা।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান এসেছে জানিত লিয়ানাগের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক মেন্ডিস ৫৯, পাথুম নিশাঙ্কা ৩৬ এবং আভিষ্কা ফার্নান্দো ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Back to top button