নতুন নিয়মে বিক্রি হবে রেলের টিকিট: রেলমন্ত্রী
একজনের রেলের টিকিট অন্যজন কাটতে পারবে না জানিয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, কালোবাজারি রোধে এখন থেকে নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
তিনি বলেন, আমরা মোবাইলে কোডের মাধ্যমে ওটিপি পাঠাবো। তখন সেই ওটিপি দিয়ে তারপর ট্রেনের টাকা কাটতে হবে। এক্ষেত্রে টিকিট হোল্ড করে রাখা বা অন্য কোনো কালোবাজারি করার সুযোগ থাকবে না।
বুধবার (১৩ মার্চ) রাজধানীর সচিবালয় সংলগ্ন রেলভবনের সভাকক্ষে এসব তথ্য জানান মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, এবারের ঈদের টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ থেকে। অনলাইনের চাপ কমাতে এবার পূর্বাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে অনওয়ার্ড আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি করা হবে দুপুর ২টা থেকে। যাত্রীরা টিকিট কাটার ১০ দিন পরে যাত্রা করতে পারবেন।
তিনি বলেন, ফিরতি টিকেট কাটতে পারববেন ৩ এপ্রিল থেকে এবং ঈদ যাত্রার ট্রেনের টিকিট কেনা হলে ফেরত দেয়ার সুযোগ থাকবে না।
মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রার ট্রেনের টিকিটে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে কালোবাজারির দিকে। আমরা সবোচ্চ সতর্কতার সঙ্গে এ নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ আছে কালোবাজারি বন্ধ করতে।