জাতীয়

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় ৫০৭৯৫ জন অংশ নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিডিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মোট ৫০৭৯৫ জন প্রার্থী অংশ নিয়েছেন। আজ শুক্রবার সারা দেশে ভর্তি পরীক্ষায় কোথাও অনিয়মের খবর পাওয়া যায়নি। এ বছর সরকারি মোট ৫৪৫টি এবং বেসরকারি মোট ১৪০৫টি আসনের বিপরীতে এসব শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এ বছর ভর্তি পরীক্ষার কেন্দ্র সংখ্যা মোট ১২টি এবং ভেন্যু সংখ্যা ২০টি।

দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ ১টি এবং ৮টি সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে। অন্যদিকে বেসরকারি পর্যায়ে মোট ২৬ টি ডেন্টাল কলেজ রয়েছে। সকালে রাজধানীর ফুলার রোডের উদয়ন উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনরকম অনিয়মের খবর পাওয়া যায় নি। পরীক্ষা শুরুর এক মাস আগে থেকেই পরীক্ষার দিন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা অত্যন্ত তৎপর ও সতর্ক থাকায় এবছর বিডিএস ভর্তি পরীক্ষায় দেশের কোন কেন্দ্রেই কোনরকম নেতিবাচক কিছু ঘটার সুযোগ ঘটেনি।”

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দেশের অবৈধ স্বাস্থ্যকেন্দ্র বন্ধে চলমান অভিযান চলামান রাখা, চিকিৎসক সুরক্ষা আইন প্রনয়ণ এর গুরুত্ব, ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয়, তামাক আইন কার্যকর করার গুরুত্ব তুলে ধরাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজিদ খুরশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মীরজাদি সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নেওয়াজ হোসেন চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button