আন্তর্জাতিক

খাবার ও পানির সংকট ফিলিস্তিনিদের

গাজায় নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় আন্তর্জাতিক বিচারিক আদালতকে (আইসিজে) জরুরি ভিত্তিকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দেশটি।

গাজায় নির্বিচারে বোমাবর্ষণের পর এবার খাবার ও পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে দখলদার ইসরাইল। অবরুদ্ধ অঞ্চলটিতে নেই বিশুদ্ধ পানি। খাবার আর পানির অভাবে মারা যাচ্ছে অনেকে। অপুষ্টিতে ভুগছে কয়েক লাখ শিশু।

এমন পরিস্থিতিতে নিরীহি ফিলিস্তিনিদের রক্ষায় আবারও আন্তর্জাতিক আদালতের দারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। অসহায় মানুষগুলোকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষায় ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে দেশটি। 
 
বুধবার জারি করা এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ‘গাজার জনগণের আর অপেক্ষা করার মতো সময় নেই (খাবারের জন্য)।’ 

Related Articles

Leave a Reply

Back to top button