বিনোদন

মুকেশ আম্বানির ছেলে অনন্তকে ‘ভিখারি’ বলত বন্ধুরা!

শুধু ভারতেই নয়, বিশ্ব গণমাধ্যমেও এখন আলোচনায় রয়েছে, ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক্-বিয়ের অনুষ্ঠানের খবর। বিশ্বের নামকরা অনেক তারকাকেই এক ছাদের নিচে এনেছে আম্বানি পরিবার। তা-ও শুধুমাত্র এক বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে। কিন্তু যার ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠান ঘিরে এত আলোচনা, সেই অনন্ত আম্বানিকেই নাকি ‘ভিখারি’ বলত তার বন্ধুরা! কিন্তু কেন?

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। গেল ২৬ ডিসেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন থেকে মিলেছে অনন্ত আম্বানিকে তার বন্ধুরা কেন ‘ভিখারি’ বলত, সেই প্রশ্নের উত্তরও।

খবরে বলা হয়, অনন্ত আম্বানি তার স্কুলজীবনে হাতখরচ হিসাবে প্রতি সপ্তাহে পেতেন মাত্র পাঁচ রুপি। মূলত এ কারণেই তাকে তার স্কুলের বন্ধুরা ‘তুই আম্বানি নাকি ভিখারি’ বলে উত্ত্যক্ত করত।

পুরনো এক সাক্ষাৎকারে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি বলেছিলেন, তাদের তিন সন্তান আকাশ, ইশা ও অনন্ত আম্বানিকে টাকার মূল্য শেখাতে স্কুলজীবনে প্রতি সপ্তাহে মাত্র পাঁচ রুপি করে হাতখরচ দেয়া হতো।
 
নীতা আরও বলেছিলেন, ক্যান্টিনে খরচের জন্য সপ্তাহে মাত্র পাঁচ রুপি হাতখরচ পাওয়ার কারণে স্কুলে অনন্তকে উপহাস করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button