জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ এমনটি মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাঠপর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের (ডিসি) তৃতীয় দিনের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসকদের সম্মেলনটি হচ্ছে। এ সম্মেলন ঘিরে প্রতিদিনই মন্ত্রী এবং সচিবরা তাদের মুখোমুখি হচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আজকে ডিসিদের একটি সভা হয়েছে।  সভায়  তারা আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে কিছু বলেননি। তারা ছোট ছোট কিছু পয়েন্ট সভায় তুলে ধরছেন। আমরা কিছু কথা বলেছি।
 
তিনি আরও বলেন, ডিসিরা জানতে চেয়েছেন, করোনার সময়ের মতো ভার্চুয়াল কোর্টের (আদালত) ব্যবস্থা করা যায় কি না। তারা বলেছেন বিশেষ করে, জঙ্গিদের আদালতে আনা নেয়ার সময় ঝুঁকি থাকে। তাই ভার্চুয়াল কোর্টের কথা বলেছেন তারা। আমরা সেটা যাচাই-বাছাই ও পরীক্ষা করে দেখব, এটা করা যায় কি না।

Related Articles

Leave a Reply

Back to top button