জেলার খবর

চকরিয়ায় জমে উঠছে উপজেলা পরিষদের নির্বাচনী আমেজ

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় সবখানে শুরু হয়েছে নির্বাচনী আমেজ।

আগামী ১১ মে অনুষ্ঠিত হবে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে আওয়ামী লীগের ডজনখানেক সম্ভাব্য প্রার্থীরা নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অনেকেই যোগাযোগ রক্ষা করে চলেছেন নেতাকর্মীদের সাথে। শুধু মাঠের রাজনীতিই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকও মুখরিত সম্ভাব্য প্রার্থীদের কর্মী-সমর্থক পোষ্টে।

জানা গেছে, ২০১৯ সালের ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী এবারও প্রার্থী হতে চাইছেন।

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক একেএম গিয়াস উদ্দিন, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরে হাবিব তসলিম, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।

এদিকে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে না যাওয়ার কারণে এখন পর্যন্ত বিএনপির কোনো সম্ভাব্য প্রার্থী বা নেতাকর্মীকে নির্বাচনী কার্যক্রমে দেখা যায়নি। জাতীয় পার্টির কোন প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে না।

তবে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত পেলেই প্রার্থী হবেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button