বাড়ছে মন্ত্রিসভার আকার
দ্বাদশ সংসদের মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলে জানা গেছে। যদিও কতজন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন সেটি এখনো জানা যায়নি।
জানা গেছে, শপথ গ্রহণের সম্ভাবনা আগামীকাল শুক্রবার সন্ধ্যায়। তবে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা পাননি তিনি।
এই সংখ্যা হতে পারে ৭ থেকে ১০ জনের। রংপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, যশোর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগ থেকে যুক্ত হতে পারে নতুন মন্ত্রিসভার সদস্য। সংরক্ষিত নারী আসন থেকে থাকতে পারেন দুই-একজন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গত ১১ জানুয়ারী শেখ হাসিনা সরকারের ৩৬ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন। মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ আর ১১ ছিলেন প্রতিমন্ত্রী। তবে সেই মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী দেয়া হয়নি। তাই শুরু থেকে আলোচনা চলছিল কারা পাচ্ছেন এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব।