খবর

শিক্ষাসফরে শিক্ষক ও শিক্ষার্থীদের একসঙ্গে মদপান : ২ শিক্ষক সাময়িক বরখাস্ত

মাদারীপুরের শিবচরে শিক্ষাসফরের শিক্ষক ও শিক্ষার্থীদের একসঙ্গে মদপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি।

বরখাস্ত হওয়া দুই সহকারী শিক্ষকরা হলেন- ওয়ালিদ হোসেন ও আল-নোমান।
সন্ধ্যায় তাদের সাময়িক বরখাস্তের চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার।

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।’
সন্ধ্যায় তাদের সাময়িক বরখাস্তের চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার।

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button