জাতীয়

প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার: সমবায়মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা যেখানেই থাকুন না কেন তারা হৃদয়ে ধারণ করেন বাংলাদেশকে। প্রবাসীরা যত ভালো জায়গাতেই থাকুন না কেন, যত উন্নত দেশের নাগরিকত্ব নেন না কেন তারা নাড়ির টানকে অগ্রাহ্য করতে পারেন না। প্রবাসীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধি। তারা রেমিট্যান্স পাঠিয়ে যে ভূমিকা রাখছেন দেশের উন্নয়নে তা অতুলনীয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা পৃথিবীতে যে অবস্থানে পৌঁছেছে তাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ না থাকলে সম্ভব হতো না। তাই প্রবাসীরাও আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৮তম বার্ষিক সম্মেলন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সম্মেলনটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির বিষয় তুলে ধরে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, যে বাংলাদেশকে একসময় আন্তর্জাতিক মঞ্চে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপন করা হতো, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

প্রবাসীদের উচ্ছ্বসিত প্রশংসা করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসীরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তাই বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আপনাদের একত্রিত প্রচেষ্টা দরকার। একটি আত্মমর্যাদাশীল ও স্মার্ট জাতি গঠনে প্রবাসীদের নানা ক্ষেত্রে অবদান রাখার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন, ফোবানার ২০২৩-২৪ এর আহ্বায়ক রোকসানা রহমান, চেয়ারপারসন আহমদ আলমগীর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button