কুড়িগ্রামে শুরু হলো একুশের বইমেলা
এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে, কুড়িগ্রাম জেলায় একুশের বইমেলা’র শুভ উদ্বোধন হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায়, কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বরে ৪ দিনের এ মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুল হক খন্দকার।
কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডা: মো. মন্জুর এ মুর্শেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, সিনিয়র সাংবাদিক সফি খান।
একুশের বইমেলায় বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন সাহিত্য সংগঠন তাদের স্টলে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস সহ বিভিন্ন বই প্রদর্শন করেন।
উক্ত বইমেলায় কুড়িগ্রাম জেলা পুলিশের স্টলে স্থান পেয়েছে, কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্ভাবনী প্রয়াস “লিটল ফ্রি লাইব্রেরি” যাতে রয়েছে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাসসহ বিভিন্ন বই।
৪দিন ব্যাপী এ বই মেলা আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় প্রতিদিন বিকেল ৪টা থেকে সাহিত্য আলোচনা, কুইজ, চিত্রাংকন ও বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সন্ধায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।