পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে পৌঁছে দিতে কুইক রেসপন্স টিম প্রস্তুত
আসন্ন এসএসসি ও সমামানের পরীক্ষায় রাজধানীর পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে যেতে প্রয়োজনে পুলিশের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান। তিনি জানান, ঢাকার ১২২টি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য অন্তত ৩২টি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। তাদের প্রতি নির্দেশনা রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করার।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মো. মুনিবুর রহমান এসব কথা জানান।
দুই কোটিরও বেশি অধিবাসীর আবাস রাজধানী ঢাকায় কম সংখ্যক সড়কে অধিক সংখ্যক মানুষের যাতায়াতের নানা অসুবিধার মধ্যেই আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।
অন্যান্য বারের মতো এবারও স্বাভাবিকভাবেই অন্যতম অগ্রাধিকার তৈরি হয়েছে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছানো। আর এসব বিষয় মাথায় রেখেই পরীক্ষার্থীদের সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করতে বিশেষভাবে প্রস্তুত রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ট্রাফিক বিভাগ।