জেলার খবর

কুড়িগ্রামে শহীদ রাউফুন বসুনিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : স্বৈরাচারবিরোধী আন্দোলনের সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শহীদ রাউফুন বসুনিয়ার ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রাউফুন বসুনিয়া ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্বদানকারী অন্যতম নেতা।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি এরশাদ সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদের স্বৈরাচারবিরোধী ও শিক্ষা আন্দোলনের মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় মহসীন হলের সামনে সরকারি বাহিনীর গুলিতে শহীদ হন রাউফুন বসুনিয়া। কুড়িগ্রামের রাজারহাট বসুনিয়া পাড়ায় তাকে দাফন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহসীন হলের সামনে শহীদ রাউফুন বসুনিয়ার ভাস্কর্য নির্মাণ করে।

তার জন্ম ও মৃত্য দিবস যথাযথ মর্যাদায় প্রতি বছর নানান কর্মসূচীর মাধ্যমে পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ শহিদ রাউফুন বসুনিয়ার ৩৯ তম শাহাদাত বার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানানো হয়। এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ এবং আশির দশক ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা।

Related Articles

Leave a Reply

Back to top button