অর্থ বাণিজ্য
ডিএসইতে সাড়ে ১৮শ কোটি টাকার বেশি লেনদেন
বাজেটে লভ্যাংশের আয়ে উৎসে কর প্রত্যাহার চায় সিএসই আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আয়ের ওপর উৎসে কর প্রত্যাহার চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান ১০ শতাংশ করার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লভ্যাংশ দেওয়া কোম্পানি তার মুনাফার উপর কর দিয়ে থাকে। পুনরায় লভ্যাংশ বিতরনের সময় কর কর্তন দ্বৈত করের সৃষ্টি করে। সুতরাং উৎসে কর পরিহার করা গেলে বেশি লভ্যাংশ বন্টণের সুযোগ তৈরি হবে। এছাড়া এক স্তর কর কাঠামোর ফলে কর আদায় প্রক্রিয়া সহজ হবে। অপরদিকে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানীর মধ্যে করহারের পার্থক্য বাড়লে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানী তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে। এতে পুঁজিবাজার সমৃদ্ধ হবে এবং স্বচ্ছ কর্পোরেট রিপোর্টিংয়ের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করবে।
এছাড়া এসএমই ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কর সুবিধা প্রদানের প্রস্তাব তুলে ধরেছে সিএসই। এসএমই ও এটিবিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রথম তিন বছরের জন্য কর অব্যাহতি দেওয়া যেতে পারে বলে দাবি তুলেছে প্রতিষ্ঠানটি। অপরদিকে বন্ডে লেনদেনের ওপর কর প্রত্যাহার চেয়েছে সিএসই। ২০২৩ সালের আয়কর আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের পূর্বঅনুমোদন গ্রহণ করে কোনো ব্যাংক, বিমা, বা আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যুকরা জিরো কুপন বন্ড থেকে হওয়া আয়কে কর অব্যাহতি প্রদান করা হয়েছে। তবে জিরো কুপন বন্ডের মতো অন্য বন্ডগুলো (কর্পোরেট বন্ড, সরকারি সিকিউরিটিজ ইত্যাদি) থেকে আয়কেও কর অব্যাহতি প্রদান করা যেতে পারে বলে দাবি জানিয়েছে সিএসই। প্রস্তাবে সিএসই জানায়, দেশে ক্রমবর্ধমান অবকাঠামোগত উন্নয়ণ ও দীর্ঘ মেয়াদি অর্থায়নের লক্ষ্যে একটি স্থিতিশীল শক্তিশালী বন্ড মার্কেট দরকার। একটি শক্তিশালী বন্ড মার্কেট গঠন ও নতুন বন্ডের তালিকাভুক্তির মাধ্যমে বাজারে পন্যের বৈচিত্রতা আনার জন্য এরকম সুবিধা দেওয় প্রয়োজন।
সিএসই’র অন্যান্য প্রস্তাবগুলো হলো- একক লেনদেন ও নির্ধারিত নগদ ব্যয় ও বিনিয়োগসীমা পুনঃনির্ধারণ, স্টক এক্সচেঞ্জের সদস্যদের ওপর বিদ্যমান আয়কর পুনঃনির্ধারণ, পরামর্শ বা কনসালটেন্সি সেবা ও কারিগরি সেবা, ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানো এবং সাধারণ কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ ও ব্যয়।
মুন্নু এগ্রোর কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মুন্নু এগ্রোর কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন তার পূর্ব ঘোষণা অনুযায়ী ১ লাখ ৩২ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। এর আগে গত ২১ জানুয়ারি এই কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দেন।
পুঁজিবাজারে ধারাবাহিকভাবে বাড়ছে লেনদেনের গতি শেয়ারদরের সর্বনিম্ন মূল্যসীমা বা ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হয়েছে। ফলে পুঁজিবাজারে ধারাবাহিকভাবে বাড়ছে লেনদেনের গতি। মাঝে কয়েকবার বিক্রির চাপ এলেও তা সূচকে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এছাড়া বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তাই পুঁজিবাজারকে গতিশীল করে তুলেছে। এতে করে নির্বাচনের পরও বাজারে নেতিবাচক গুজব অকার্যকর হয়ে গেল। আসলে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরাই বাজারের নিয়ন্ত্রক। তারা যেভাবে চায় বাজার সেভাবে চলে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি বেশি ব্যাংক, আর্থিক খাত ও ওষুধ ও রসায়ন এবং বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারে। ফলে পুঁজিবাজারে বাড়ছে সূচক ও লেনদেন।
আজ সপ্তাহে প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে সেই সাথে লেনদেন ও কমেছে কিছুটা। এ দিন ডিএসইতে সাড়ে ১৮শ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণ করে দেখে যায়, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৪৪৭ পয়েন্টে। অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১৩৯৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ২১৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে ১ হাজার ৮৫২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৫টি কোম্পানির, বিপরীতে ১৯৬ কোম্পানির দর কমেছে। আর ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। অপরদিকে ,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬৭ শতাংশ বা ৩০৬.৬৭পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬০২.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫ টির, কমেছে ১৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৫৯৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ২৮ লাখ ৯১ হাজার ১৯৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৫৯৯ টাকা