জাতীয়লিড স্টোরি

আজ ‘সড়ক হত্যা’ দিবস

বাংলাদেশে এখন প্রথম ও প্রধান সমস্যা হলো সড়ক দুর্ঘটনা। মূলত শব্দটা সড়ক ‘দুর্ঘটনা নয়’ বরং ‘সড়কে হত্যা’ বলা উচিত। আর তাই ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ পালন করা হয় সড়ক হত্যা দিবস।

প্রতিদিন সড়কে শত শত মানুষ মারা গেলেও এর সঠিক সংখ্যা কেউ বলতে পারে না। তবে এক গবেষণায় বলা হয়েছে, সড়কে প্রতিদিন ৬৪ জনকে ‘হত্যা’ করা হয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী গত বছর সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জন প্রাণ হারিয়েছেন। ৬ হাজার ২৬২টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ হাজার ৩৭২ জন।
 
এর মধ্যে ৬৪৭ নারী, ৪৬৬ শিশু, ৪১৬ শিক্ষার্থী, ৮১ শিক্ষক, ১ হাজার ৫২৬ চালক, ২৬০ পরিবহন শ্রমিক, ৮ প্রকৌশলী, ৭ আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের ৭৭ নেতাকর্মী, ২২ চিকিৎসক, ১৩ বীর মুক্তিযোদ্ধা ও ১৫ সাংবাদিক আছেন।
 
এছাড়াও গত বছর সড়ক দুর্ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ৭৩ সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৬ সেনা, ৪০ পুলিশ, এক র‌্যাব, বিজিবির ৭, নৌবাহিনীর ৩, আনসারের ৩, ফায়ার সার্ভিসের ২ এবং এনএসআইর এক সদস্য রয়েছেন

Related Articles

Leave a Reply

Back to top button