ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২৩’ পেলেন যারা
প্রতিনিধি, মেহেদী হাসান:
জমকালো আয়োজনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২৩’ প্রদান করা হলো।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, তারিক আনাম খান এবং রওনক হাসান। প্রধান অতিথি ছিলেন, মাসুদ আলী খান এবং বিশেষ অতিথি মামুনুর রশিদ। সবার উপস্থিতিতে জমকালো এ আয়োজনটি হয়েছিল উঠেছিল এক রঙের মেলায়।
অনুষ্ঠানে ৩৩ টি নাটক থেকে ৯ টি ক্যাটাগরিতে পুরুষ্কার প্রধান করা হয়।
যারা পুরস্কার পেলেন:
১. শ্রেষ্ঠ প্রযোজনা, অচলায়তন, প্রাচ্যনাট
২. শ্রেষ্ঠ নির্দেশক, আবুল কালাম আজাদ, নাটক অচলায়তন
৩. শ্রেষ্ঠ নাট্যকার, বাকার বকুল, নাটক, আদম সুরত
৪. শ্রেষ্ঠ অভিনেতা (পুরষ) রামিজ রাজু, নাটক, রেসফেক্টফুল প্রস্ট্রিটিউট।
৫. শ্রেষ্ঠ অভিনেতা (নারী) ফৌজিয়া করিম অনু, নাটক হার্মসিল ক্লিওপেট্রা
6. শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক, সাইফুল ইসলাম, নাটক অচলায়তন, প্রাচ্যনাট
৭. শ্রেষ্ঠ আলোক পরিকল্পক, অনিক কুমার, নাটক সিদ্ধার্থ, নাট্যদল আরশিনগর।
৮. শ্রেষ্ঠ সঙ্গীত পরিকল্পক, নীল কামরুল, নাটক অচলায়তন, নাট্যদল প্রাচ্যনাট।
৯. শ্রেষ্ঠ পোষাক পরিকল্পনা, জিনাত জাহান ও বুসরাত জাহান।
উল্লেখ্য, নাটকের মানুষ ইশরাত নিশাত। তাঁর স্বপ্ন ছিল থিয়েটারে আসবেন নতুন সব ছেলেমেয়ে। তাঁরা দক্ষ থিয়েটারকর্মী ও অভিনয়শিল্পী হিসেবে গড়ে উঠবেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়াত ইশরাত নিশাতের নামে প্রবর্তন করা হয়েছে পুরস্কার।
২০২২ সালে মঞ্চের গুণী ব্যক্তিত্ব ইশরাত নিশাত স্মরণে এ উদ্যোগের যাত্রা শুরু হয়। দেশ নাটকের সহায়তায় নিশাতের নামে পুরস্কারটি প্রবর্তনের উদ্যোগ নিয়েছে ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’ বাস্তবায়ন কমিটি।