অর্থ বাণিজ্য

শর্ত পূরণ করে ফু-ওয়াং ফুডসকে এগিয়ে নিচ্ছে মিনোরি

নাসির আহমাদ রাসেল, বিশেষ প্রতিবেদক:

রুগ্ন ও বন্ধ কোম্পানিগুলোকে আবার ব্যবসায় ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে মিনোরি বাংলাদেশকে ফু-ওয়াং ফুডসের ব্যবসা অধিগ্রহণের অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

শেয়ারের মালিকানা নেয়ার জন্য মিনোরি বাংলাদেশকে দেয়া হয় পাঁচ শর্ত। এসব শর্ত পূরণ করে ক্রমেই ধারাবাহিক সাফল্যের সঙ্গে ফু-ওয়াং ফুডসকে এগিয়ে নিচ্ছে মিনোরি।

মিনোরিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দেয়া শর্তগুলোর মধ্যে
ছিলো:

*মালিকানা নেয়ার পর মিনোরি বাংলাদেশকে প্রযোজ্য উৎসে কর জমা দেয়ার জন্য প্রবিধানের বিধি-বিধান অনুযায়ী ঘোষণা দিতে হবে।

*শেয়ার হস্তান্তরের পর মিনোরি বাংলাদেশ শেয়ারের বিপরীতে এক বা একাধিক মনোনীত প্রতিনিধি বা পরিচালক নিয়োগ করবে।

*ফু-ওয়াং ফুডের দায় দেনা নিয়মিত পরিশোধ ও কোম্পানিটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমপক্ষে ২০ কোটি টাকার শেয়ার মানি ডিপোজিট হিসেবে রাখবে।

*এই টাকা আলাদা একটি ব্যাংক হিসাবে রাখতে হবে। যা দিয়ে ব্যাংকের দায় দেনা নিয়মিত পরিশোধ, জমি অধিগ্রহণ, কার্যকরি মূলধন ও উৎপাদন সুবিধা নিশ্চিত করার জন্য ব্যবহার করা যাবে।

*৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণের জন্য শেয়ার মানি ডিপোজিটের শেয়ারের অর্থের বিপরীতে মূলধন বাড়ানোর ক্ষেত্রে কমিশনের সম্মতি নিতে হবে।

মিনোরির পরিচালনা পর্ষদ সূত্র জানায়, অগ্রাধিকার ভিত্তিতে ধারাবাহিকভাবে এসব শর্ত পূরণ করে ফু-ওয়াং ফুডসকে এগিয়ে নিচ্ছে মিনোরি।

এর আগে, মিনোরি বাংলাদেশের মাধ্যমে পুঁজিবাজারে আরেক কোম্পানি এমারেল্ড অয়েল উৎপাদনে ফিরেছে।

এমারেল্ড অয়েলকে সফলভাবে বাণিজ্যিকভাবে উৎপাদনে ফিরিয়ে আনার পর দুই বছর আগে পুঁজিবাজারের তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস কোম্পানির নিয়ন্ত্রণ নেয় জাপানি কোম্পানি মিনোরি বাংলাদেশ লিমিটেড।

ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ার মিনোরি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

যা মোট শেয়ারের ৭ দশমিক ৬১ শতাংশ। এ পরিমাণ শেয়ার নেয়া হয়েছে ফু-ওয়াং ফুডসের পরিচালক আরিফ আহমেদ চৌধুরী, আফসানা তারান্নুম ও লুবাবা তাবাসসুমের কাছ থেকে।

ডিপোজিটার (ব্যবহারিক) প্রবিধান ২০০৩ এর বিধি ৪২ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) উপ-বিধি ১১.৬ (মিলিত লেনদেন) এর অধীনে শেয়ার ক্রয় চুক্তি (এসপিএ) অনুসারে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে হস্তান্তর হয়েছে। ফলে হস্তান্তরিত শেয়ারের মূল্য দাঁড়ায় ৮ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ২৬ টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button