জাতীয়

সাগর-রুনি খুনের সঙ্গে জড়িতদের ধরা হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যত সময় লাগুক সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরা হবে। তিনি আপেক্ষিক অর্থে বলেন ৫০ বছর সময় লাগলেও সুষ্ঠ তদন্তে প্রকৃত অপরাধীদের ধরা হবে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী এসময় আরও বলেন, বিভিন্ন দেশে ৪২ বছর পরও খুনের আসামি ধরে। আর ২৪ বছর পর রহস্য উন্মেচনের উদাহরণও আছে। সাগর-রুনি হত্যা মামলায় পুলিশ চেষ্টা করেও প্রকৃত আসামিদের শনাক্ত করতে পারছে না। সেজন্য তদন্তে সময় লাগছে। আসামীদের ধরা না পর্যন্ত তদন্ত বন্ধ হবে না।
আইনমন্ত্রী বলেন, আইনি কাঠামোতে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে ধরতে হবে।
এসময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button