খেলা

কুমিল্লায় নেতৃত্বে লিটন, খুলনার বিজয়

আর দুদিন পরেই মাানে আগামী ১৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে নিজেদের অধিনায়কদের নাম ঘোষণা করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স।
দশম আসরে কুমিল্লার নেতৃত্ব থাকবেন লিটন দাস। আর খুলনার দায়িত্ব নিলেন এনামুল হক বিজয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিজেদের সামাজিক মাধ্যমে অধিনায়কের নাম নিশ্চিত করেছে কুমিল্লা ও খুলনার ফ্র্যাঞ্চাইজি।
 
৭ দলের মধ্যে ইতোমধ্যে ঠিক হয়ে গেছে চার দলের অধিনায়কও। সাকিব আল হাসান রংপুর রাইডার্সের অধিনায়কত্ব না নেয়ায় দায়িত্ব তুলে দেয়া হয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারদের ভিড়ে ফরচুন বরিশালের দায়িত্ব দেয়া হয়েছে তামিম ইকবালকে। যদিও দলটির নেতৃত্ব নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে।
মঙ্গলবার রাতে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে কুমিল্লা। বিপিএলের সর্বোচ্চ চার বারের চ্যাম্পিয়নদের দায়িত্ব তুলে দেয়া হয়েছে লিটন কুমার দাসের কাঁধে। যদিও দলে থাকা সিনিয়র ক্রিকেটার ইমরুল কায়েসের নেতৃত্বে গতবার শিরোপা জিতেছিল তারা।
অন্যদিকে খুলনা টাইগার্সে অবশ্য বিজয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন না তেমন কেউ। যার কারণে দায়িত্ব নিলেন এনামুল হক বিজয়।

Related Articles

Leave a Reply

Back to top button