খেলা
বিসিবির দায়িত্ব ছাড়বেন পাপন ?
আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এবার নতুন খবর হচ্ছে তিনি মন্ত্রী হয়েছেন।
আর তাই বিসিবি সভাপতি পদ কবে ছাড়ছেন আর কেই-বা হচ্ছেন সভাপতি। সে নিয়েই চলছে নানা গুঞ্জণ।
তবে এই মুহূর্তে চাইলেই বিসিবির সভাপতি পদে বসতে পারবেন না যে-কেউ। যদি বর্তমান সভাপতি পদত্যাগ করেন, সেক্ষেত্রেও পরিচালনা পর্ষদ থেকেই সভাপতি নির্বাচন করতে হবে। বর্তমান পর্ষদের মেয়াদ ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত। পাপনের ইঙ্গিত, মেয়াদ পূরণের আগেই দায়িত্ব ছাড়বেন তিনি।
চাইলেই কি ক্রিকেট বোর্ড ছাড়তে পারবেন? মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় এর জবাব দিয়েছেন। পাপন বলেছেন, ‘আমি চেষ্টা করব ছেড়ে দিতে। যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেব।’
তিনি বলেন, ‘এখানে আইসিসির কতগুলো নিয়মকানুন আছে। ইচ্ছা করলেই ছেড়ে দেওয়া যায় না। আইসিসির যে কমিটিগুলো আছে সেখানে আমি একটি কমিটির চেয়ারম্যান পদেও রয়েছি। ওরা (আইসিসি) এটা চেঞ্জ করে না। ঐ দায়িত্বগুলো ওদের টার্ম শেষ হওয়ার আগে ছেড়ে দেওয়া যায় না।’
পাপন আরও বলেন, ‘আমার ইচ্ছে ছিল এ বছরই আমার শেষ টার্ম। বিসিবিতে আমার টার্ম শেষ হবে আগামী বছর। আমি যদি ছেড়ে দেই আর এখন নতুন কেউ আইসিসিতে গেলে….।’ শ্রীলঙ্কায় এমন একটি ঘটনার কথা উল্লেখ করে পাপন বলেন, ‘শ্রীলঙ্কার বিষয়টা আইসিসি গ্রহণ করেনি।’