জেলার খবর
মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত
পারভেজ বাবুল : আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ শহরের পিটিআই, বানিয়াজুরী সরকারি উচ্চ বিদ্যালয়, বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোট কেন্দ্রে নারী পুরুষ ভোটারদের সরব উপস্থিতি চোখে পড়েছে।
যারা এবছর নতুন ভোটার হয়েছেন তাদের মাঝে জীবনে প্রথমবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে স্বতঃস্ফূর্ততা ছিলো বেশি।
বানিয়াজুরী সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথমবার ভোট দিয়েছেন বিশ বছর বয়সী রাতুল রহমতুল্লাহ। তিনি বলেন, ” দ্বাদশ সংসদ নির্বাচনে জীবনে প্রথম ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। আমার বিশ্বাস আমি যাকে ভোট দিয়েছি, আমার সেই পছন্দের প্রার্থীই জয়লাভ করবেন। “
কাকজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন সত্তর বছর বয়সী আকলিমা বেগম। তিনি তাঁর পুত্র বধূর সঙ্গে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
আকলিমা বললেন, খুব শান্তিপূর্ণ নির্বাচন। এমন চমৎকার পরিবেশে ভোট দিতে পেরে সত্যিই ভালো লাগছে। আমি যাকে ভোট দিয়েছি তিনি জয়লাভ করলে আমি খুব খুশি হবো। “
বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরের আগে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি ছিলো। দুপুরের পরে পুরুষ ভোটারের উপস্থিতি বেড়েছে।