আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বাংলাদেশি জাহাজে আগুন

ভারতের পশ্চিমবঙ্গে ‘আকাস্থা’ নামে বাংলাদেশি একটি পণ্যবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে।
জানা গেছে, জরুরি মেরামতের জন্য নদীর চরে নোঙর করেছিল জাহাজটি। কিন্তু সকালে মেরামতের কাজ চলার সময় জাহাজের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জাহাজের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা ইলেকট্রিক শর্ট সার্কিট এই অগ্নিকাণ্ড হতে পারে। তবে শ্রমিকরা জানান, মেরামত চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটেছে। পণ্যবাহী জাহাজটির আন্ডার গ্রাউন্ডে প্রচুর তেল আছে। রয়েছে বেশ কিছু গ্যাসের সিলিন্ডারও।
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে। জাহাজটিতে মোট ১১ জন নাবিক ছিলেন। তারা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button