চট্টগ্রামের-১৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থীতা বাতিল
চট্টগ্রামের-১৬ বাশঁখালী আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
বিকেলে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ইসি সচিব মো. জাহাংগীর আলম।
আচরণবিধি লঙ্ঘনের কারণে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট আগে ইসির সচিব জাহাংগীর আলম বিফ্রিংয়ে এ তথ্য জানান।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছিলেন বলে জানান ইসি সচিব৷ তবে ওই আসনে বাকি সময়ে ভোট চলবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশন সচিব ব্রিফিংয়ে বলেন, “তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন, তাদের উপর চড়াও হয়েছেন৷ সব বিবেচনায় নিয়ে কমিশন তার প্রার্থীতা বাতিল করেছে৷
এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী মোস্তাফিজুরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
বাঁশখালীর ওসি তোফায়েল আহমেদকে ফোনে হুমকির আগে চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সাংবাদিকদের হয়রানি করার অভিযোগেও আলোচনায় এসেছিলেন এই সংসদ সদস্য।
সচিব জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুপুর ৩ টা ৪৫ মিনিটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান। তার বিরুদ্ধে নির্বাচনের আগেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছিল বলেও জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিল ইসি।
এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈগল প্রতীকে স্বতন্ত্রের প্রার্থী আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান।