জাতীয়

ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না: কূটনীতিকদের সিইসি

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কি না, তা জানতে চেয়েছেন বিদেশি কূটনীতিকরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিদেশি দূতদের ব্রিফ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এ তথ্য জানান।

সিইসি বলেন, আমরা কূটনীতিকদের জানিয়েছি ভোটারদের ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না, বরং ভোট দিতে আসার জন্য বোঝানো হচ্ছে।

এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) ভোট সংক্রান্ত কোনো অভিযোগ পেয়েছে কি না, তাও বিদেশি কূটনীতিকরা জানতে চেয়েছেন বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এর আগে, নির্বাচনের প্রস্তুতি জানাতে বিকেল ৩টায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়। এরপর বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষে হোটেল ছাড়েন কূটনৈতিকরা।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button