বিএনপি ছাড়া দেশের সব মানুষ নির্বাচন চায়: তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ছাড়া বাংলাদেশের সব মানুষ নির্বাচন চায়। শুধু বিএনপি দেশে নির্বাচন চায়না। তারা প্রচার করে মানুষজনকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য।
আজ বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাই এই সন্ত্রাসী দলের কোন কথা আপনারা শুনবেন না। আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করবেন।
আগামী ৭ জানুয়ারি সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাশেদ মিয়ার সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোহাম্মদ ইউছুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন।