জেলার খবর

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জন নিহত

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৪নং ঘোষগাঁও ইউনিয়নের ৫নং ঘোষপালা পূর্বপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

দুর্ঘটনা নিহতরা হলেন, ওই এলাকার মৃত আব্দুছ ছাত্তারের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের শিশুকন্যা ফাহমিদা ইসলাম ফাইজা (৬) এবং ফারিয়া ইসলাম আনিকা (৪)।

স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুব আলম জানান, নিহত জামালের চার্জে বসানো ব্যাটারিচালিত অটোরিকশায় শিশুকন্য আনিকা খেলার জন্য উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে শিশুকন্যাকে বাঁচাতে জামাল উদ্দিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এভাবেই একজনের পর একজন বিদ্যুস্পৃষ্ট হয়ে নিহত হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন, নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।  তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৪ জন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি।

Related Articles

Leave a Reply

Back to top button