জোরাজুরি করলে কেন্দ্র বন্ধ করে দেবেন: ইসি আহসান হাবিব
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ভোটকেন্দ্রের মধ্যে যদি কেউ জোরাজুরি করে, তাহলে কেন্দ্র বন্ধ করে চলে যাবেন।
শনিবার (৩০ ডিসেম্বর) যশোরের মনিরামপুরে মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণকালে এ নির্দেশ দেন তিনি।
ইসি হাবিব আরও বলেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আপনারা সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।
যদি সেটি সম্ভব না হয়, আপনারা আপনাদের জীবন বাঁচিয়ে কেন্দ্র বন্ধ করে চলে যাবেন। কিন্তু কোনো পরিস্থিতিতেই ভোটে কারচুপি হতে দেবেন না।’
মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ১ হাজার ৩০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। দুই দিনে উপজেলার মোট ২ হাজার ৭০০ জন প্রশিক্ষণার্থী এ কার্যক্রমে অংশ নেবেন।
এবারে নির্বাচনে ইসির নিবন্ধিত মোট ৪৪টি দলের মধ্যে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ সমমনা বাকি দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না।
তফসিল অনুযায়ী, ভোট অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ জানুয়ারি।