প্রবাসেসাহিত্য ও বিনোদন
দুবাইয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা বইমেলা
মেহেদী হাসান, প্রতিনিধি, সংযুক্ত আরব আমিরাত দুবাই : আগামী শুক্রবার থেকে দুবাইতে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী দ্বিতীয় বাংলাদেশ বইমেলা। মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন জানিয়েছেন, দ্বিতীয় বইমেলা দুবাই ও বাংলাদেশের বিজয় উৎসব একসাথে পালন করবেন। তিনদিন ব্যাপী এই আয়োজনে প্রায় অর্ধশতাধিক অতিথি দেশ-বিদেশ থেকে উপস্থিত থাকবেন।
মেলায় ৭০টি স্টল বরাদ্ধ হয়েছে এর মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫টি প্রকাশনী অংশগ্রহন করবেন, বাকি ৪৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বরাদ্ধ করেছে। মেলা উদ্ভোধন করবেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইমিরেটস অধ্যাপক, শিক্ষাবিদ ও লেখক। প্রধান অতিথি হিসাবে থাকবেন আরব আমিরাতের রাষ্ট্রদুত মোঃ আবু জাফর।
তিনদিন ব্যাপী বইমেলায় বিভিন্ন শিক্ষা সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে শিশু কিশোরদের নিয়ে নানা অনুষ্ঠান, বাংলাদেশ থেকে আগত কবি সাহিত্যিক শিল্পী ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশ থেকে কবি সাহিত্যিক লেখক অংশগ্রহন করবেন। তিনদিন ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের পাশাপাশি কবিতা আবৃত্তি থাকবে জাঁকজমক ভাবে আর আবৃত্তি পরিবেশন করতে বাংলাদেশ থেকে যাচ্ছেন প্রখ্যাত আবৃত্তিকার আহকাম উল্লাহ ও মীর মাসরুর জামান রনি।